ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২১
এস ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন ও এ্যাম্বুলেন্স এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ আগষ্ট )সকাল ১১ টার দিকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ একেএম শাহাব উদ্দিন এর সভাপতিত্ত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন নাটোর -১ (লালপুর -বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
উক্ত অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) শাম্মী আক্তার, লালপুর থানা অফিসার ইনচার্জ ফজলুর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এস্কেন্দার মির্জা,যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কাওসার, আ.স.ম মাহমুদুল হক মুকুল, আলাউদ্দিন আলাল, সাংগাঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু, সদস্য ফিরোজ আল হক ভুইয়া ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়, বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনোয়ার হোসেন নান্টু, আড়বাব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের নের্তৃবৃন্দ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST