রামেক হাসপাতালে একদিনে ১০ জনের মৃত্যু

প্রকাশিত: ৯:৩৩ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০২১

রামেক হাসপাতালে একদিনে ১০ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৩ জন এবং উপসর্গ নিয়ে ৪ জন ও ৩ জন করোনা নেগেটিভ হওয়ার পর মারা যান। বুধবার (১১ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

জানা গেছে, রামেক হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ৭২ তম দিনে মোট ১০৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী, নাটোর, নওগাঁর ২ জন করে, পাবনার ৩ জন এবং চাঁপাইনবাবগঞ্জের ১ জন মারা গিয়েছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের দুই ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ৩১৬ জনের আর করোনা শনাক্ত হয়েছে ৯১ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৮.৭৯%।

এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দফায় দফায় ওয়ার্ড ও শয্যা সংখ্যা বাড়ানোর পর বর্তমানে এখানে করোনা ইউনিটে ২০টি আইসিইউসহ শয্যা সংখ্যা রয়েছে ৫১৩টি। এর মধ্যে রোগী ভর্তি রয়েছে ৩৬৩ জন আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৯ জন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest