ধামইরহাটে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব

প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২১

ধামইরহাটে হেরোইন ও  ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব

আবু রায়হান, জয়পুরহাটঃ নওগাঁ জেলার ধামইরহাট ৫ নং আড়ানগর ইউনিয়নের প্রেমতলী মোড় থেকে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার তৌকির এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী কে হাতেনাতে গ্রেফতার করছে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্প সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নওগাঁ জেলার পত্নীতলা থানার মল্লিকপুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে আশিদুল ইসলাম (৩৩) র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদকদ্রব্য হেরোইন ও ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে এবং পরবর্তীতে তার বিরুদ্ধে নওগাঁ জেলার ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে একটি মামলা দায়ের করা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest