শোকের মাসে থানার ভেতরে কেক কেটে ‘ওসি’র জন্মদিন পালন!

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২১

শোকের মাসে থানার ভেতরে কেক কেটে ‘ওসি’র জন্মদিন পালন!

নাটোরের সিংড়ায় শোকের মাসে ওসির জন্মদিনে কেক কাটা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। গতকাল শুক্রবার (২০ আগস্ট) সন্ধ্যায় শোকের মাস উপেক্ষা করে সিংড়া থানা ওসি ইনচার্জ নূরে- এ- আলম সিদ্দিকীর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। দৈনিক সংগ্রামের সিংড়া উপজেলা প্রতিনিধি, সাবেক শিবির নেতা আবু জাফরের আয়োজনে কেক কাটা অনুষ্ঠানে সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোহনা টিভির সাংবাদিক এমরান আলী রানা কে ও দেখা যায়।

এছাড়া আনন্দ টিভির সাংবাদিক সোহরাব সোহরাব এবং দুজন এ এসআই কে ও দেখা যায়। শোকের মাসে সিংড়া থানায় ওসির কার্যালয়ে এ আয়োজনে নানার জন্ম দিয়েছে। এ বিষয়ে সাবেক শিবির নেতা ও সংগ্রামের সিংড়া উপজেলার প্রতিনিধি আবু জাফর সিদ্দিক তাঁর ফেসবুক ওয়ালে একটা পোস্ট দেন।

শোকের মাসে কেক কেটে ঘটা করে জন্মদিন পালন করা প্রসঙ্গে জানতে চাওয়া হলে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী জানান, সাংবাদিকরা যদি কেক নিয়ে এসে বলে ভাই আপনার জন্মদিন কেক কেটে পালন করব। তখন আমি কি করতে পারি। আমি তো তাদের অসম্মান করতে পারিনা।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest