ঢাকা ১৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২১
এস ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি।
সিপিসি-২ (নাটোর), র্যাব-৫ কর্তৃক দুটি পৃথক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে, ডোপ টেস্ট শেষে ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের।
মঙ্গলবার ২৪ আগষ্ট রাত সাড়ে নয়টার সময় সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, নাটোর জেলার সদর থানাধীন মাদ্রাসা মোড় ও বলাইপাড়া গ্রামস্থ দুটি পৃথক এলাকায় কোম্পানী অধিনায়ক মেজর মোঃ সানরিয়া চৌধুরী ও কোম্পানী উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন, এর নেতৃত্বে দুটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদ্রাসা মোড় এলাকা হতে ১২ জন মাদকসেবিকে আটক করেছে। আটককৃতরা হলো ১। মোঃ আকরাম হোসেন (৫০), পিতা- মৃত ইসলাম শেখ, সাং- কানাইখালী নীচাবাজার, ২। মোঃ সৌরভ (৩০), পিতা- শাহাদত আলী চাঁই , সাং- কানাইখালী চাউলপট্টি, ৩। মোঃ কামরুল (৩৬), পিতা- মোঃ লাল মিয়া, সাং- পূর্ব ডাঙ্গা, ৪। মোঃ আকাশ (২২), পিতা- মোঃ রওশন আলী, সাং- হরিশপুর কামারপাড়া, ৫। মোঃ শফিকুল ইসলাম (২২), পিতা- মোঃ আল ইমরাজ, সাং- বড়হরিশপুর, ৬। মোঃ রনি (৩০), পিতা- মোঃ হাসান আলী, সাং- বড়হরিশপুর, সর্ব থানা ও জেলা- নাটোর অপরদিকে বলাইপাড়া গ্রামস্থ এলাকা হতে মাদকসেবী আসামী ১। মোঃ হাফিজুল ইসলাম (২২) পিতা- মোঃ ফজর আলী, ২। মোঃ রানা খা (২২), পিতা- মোঃ জয়নাল খা, ৩। মোঃ ইজাজুল ইসলাম (১৯), পিতা- মোঃ দুলাল সাধু, সর্ব সাং- আঘদীঘা কাঠাখালী, ৪। মোঃ আল আমিন (২৪), পিতা- মোঃ আহসান আলী, ৫। মোঃ মোজাম্মেল হক (২৫), পিতা- মোঃ শফিকুল ইসলাম, উভয় সাং- বড় হরিশপুর, ৬। মোঃ শান্ত (২১), পিতা- মোঃ আলাউদ্দিন, সাং- চক বৌদ্দনাথ, সর্ব থানা- সদর, জেলা- নাটোরদের’কে আটক করে।
অভিযানে মাদক সেবনরত অবস্থায় মাদকসেবীদের আটক করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেয়া হয় । সেখানে ডোপ টেস্টে ১২ জনের ক্ষেত্রে পজেটিভ হওয়ার তাদের আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক সেবীগণ বিভিন্ন এলাকা হতে এসে উল্লেখিত স্থানে একত্রিত হয়ে তারা মাদক সেবন করেছে এবং নেশাগ্রস্থ অবস্থায় এলাকায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও জনবিরক্তিকর আচরণ করে অপরাধ করেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করেছে ।
উল্লিখিত ঘটনায় নাটোর জেলার সদর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST