ঢাকা ১৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
এস ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি : “বেশি বেশি মাছচাষ করি ‘বেকারত্ব দূর করি” এই প্রতিবাদ্যকে সামনে রেখে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে নাটোরের লালপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ এর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল ।
রবিবার ২৯ আগষ্ট উপজেলা পরিষদের পুকুরে এই মাছের পোনা অবমুক্ত করা হয় । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত ) শাম্মী আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সামা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম- সম্পাদক আ, স, ম মাহামুদুল হক মুকুল, আলাউদ্দিন আলাল, সদস্য কামরুজ্জান লাভলু,ফিরোজ আল হক ভূঁইয়া, জেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক ইকবাল হোসেন রিপন, ওয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরে আলম সিদ্দিকী, ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা কনক, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা প্রমুখ।
এবিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সামা জানান ২৮ আগষ্ট- ৩ সেপ্টেম্বর সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচি উপস্থাপন চলবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST