কুড়িগ্রামে ছাত্রলীগের শীতবস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২২

কুড়িগ্রামে ছাত্রলীগের শীতবস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।। উত্তরবঙ্গের শীতার্ত মানুষদের সহযোগীতার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের ধারাবাহিক “শীতবস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী” বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে আজকে কুড়িগ্রাম জেলায় ৪০০ কম্বল এবং করোনা প্রতিরোধে ১,০০০ সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়। শেখ রাসেল পৌর টাউন হলে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান সোহেল, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ইমরান জমাদ্দার, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক পুতুল চন্দ্র রায়, ক্রীড়া সম্পাদক আল আমিন সিদ্দিক সুজন,কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুমিনুর রহমান মুমিন সহ ছাত্রলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ।

এ সময় ছাত্রলীগের সহ সভাপতি আসাদুজ্জামান সোহেল বলেন, এই তীব্র শীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ একটি মহৎ কাজ। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সবসময় দুস্থ মানুষদের কল্যাণে কাজ করেছেন, তাদের পাশে থেকেছেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতা কর্মীকে মুজিব আদর্শ বুকে ধারন করে কাজ করতে হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest