ঢাকা ১০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, মে ১০, ২০২২
আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাটে হেরোইন ও টাপেন্টাডল নামক মাদক ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার বাকিলা চৌধুরীপাড়ার শহিদুল ইসলামের ছেলে শাকিল আহাম্মেদ (৩২) ও শহরের ধানমন্ডির মৃত নুরুল ইসলামের ছেলে সুলতান মাহমুদ (৩৮) বলে জানা গেছে। শাকিল বর্তমান শ্বশুর আনিসুর রহমানের শহরের আরামনগরের বাসায় থাকেন।
সোমবার রাতে শহরের আরামনগর থেকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহেদ আল মামুন জানান, গ্রেফতারের পরে শাকিল ও সুলতান নামে জয়পুরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের পূর্বেও দুইটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা ছিল।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST