জয়পুরহাটে বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, মে ১৩, ২০২২

জয়পুরহাটে বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যু

আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাটের কালাই উপজেলায় বজ্রপাতে হৃদয় হাসান (১৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার উদয়পুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় শ্রীপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে ও মধুবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী বলে জানিয়েছেন প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদ।

বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, সকালে বৃষ্টি শুরু হলে দাদা মনসুর আলীর সাথে মাঠের মধ্যে একটি পুকুরে মাছ ধরতে যায় হৃদয় হাসান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest