বেহাল সড়কে দুর্ভোগ চরমে।

প্রকাশিত: ৮:৫৫ পূর্বাহ্ণ, জুলাই ১৩, ২০২২

বেহাল সড়কে দুর্ভোগ চরমে।

সাগর হোসাইন, বদলগাঁছী,( নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকাবাসী। দীর্ঘদিন থেকে সংস্কার না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে উপজেলার দ্বীপগঞ্জ হইতে-কোলা সড়ক। বড় বড় গর্তে পড়ে প্রায়ই বিকল হচ্ছে যানবাহন, ঘটছে দুর্ঘটনা।

স্থানীয়দের অভিযোগ, বেহাল দশার এই সড়কটিতে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হলেও শুরু হয়নি সংস্কার কাজ।

কোলা- দ্বীপগঞ্জ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার পাকা এই সড়কে উঠে গেছে কার্পেটিং। উপজেলার জনবহুল গুরুত্বপূর্ণ মূল সড়কটি দিয়ে প্রতিদিন মিঠাপুর, কোলা, আধাইপুর, বিলাশবাড়ীসহ বেশ কয়েকটি ইউনিয়নের হাজারও মানুষ চলাচল করে নিয়মিত জেলা শহর নওগাঁয়। এছাড়া ট্রাক, অটোরিকশা, ব্যাটারিচালিত ভ্যান, অটো চার্জার গাড়ি, মোটরসাইকেলসহ ছোট বড় অনেক যানবাহন চলাচল করে। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটির কোনো সংস্কার না হওয়ায় পিচ উঠে অসংখ্য স্থানে তৈরি হয়েছে ছোট-বড় গর্ত। খানাখন্দে ভরা সড়কে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয় জনসাধারণ। 

খানাখন্দে ভরা এই সড়কে প্রতিদিন চলছে হাজার হাজার যাত্রী ও পণ্যবাহী যানবাহন ও পথচারীরা। এক দিকে খরা মৌসুমে ধুলা বালিতে অতিষ্ঠ পথচারী- তেমনি একটু বৃষ্টি হলেই সড়কের গর্তগুলোতে পানি জমে বেহাল পরিস্থিতি সৃষ্টি হয়। বেহাল এই সড়কে নিয়মিত ঘটছে দুর্ঘটনা। চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রী ও চালকরা। জেলা শহরসহ নওগাঁ যাবার সহজ যোগাযোগ এই রাস্তা। অথচ, রোগী ও জরুরি প্রয়োজনে দ্রুত যাওয়া যায় না এই রাস্তাটি দিয়ে। আর বৃষ্টিতে ভোগান্তি ওঠে চরমে।

সড়কের পিচ উঠে গিয়ে চলাচলের অনুপযোগী হওয়ায় জনজীবনে বেড়েছে চরম দুর্ভোগ। দীর্ঘদিন ধরেই পুরো সড়কজুড়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। প্রতিদিনই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে উল্টে যাচ্ছে রিকশা, ভ্যান, অটোরিকশাসহ আটকে পড়ছে প্রাইভেটকার ও মালবাহী কাভার্ডভ্যান। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন এই সড়কে চলাচলকারী অসংখ্য মানুষ। 

কোথাও কোথাও সড়কের মাঝখানে বড় বড় খানা খন্দের সৃষ্টি হয়েছে। এ ছাড়া ব্যস্ততম সড়কটির ভাঙা জায়গা গিয়ে একপাশ থেকে গাড়ি আসলে অন্য পাশের গাড়িকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। 

স্থানীয় বাসিন্দা শাহিনুর ইসলাম শাহিন  বলেন, ‘আমাদের চলাচলে খুব অসুবিধা হচ্ছে। আমরা সরকারের কাছে এই সড়কটি দ্রুত সংস্কারের জন্য দাবি জানাই।’

এ বিষয়ে রোববার (২ জানুয়ারি) দুপুর ১টার ৫০মিনিটে উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মকলেছার রহমানের কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে তার সাথে মুটোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ না করে কেটে দেন। 

১টা ৫৩ মিনিট এ প্রকৌশলী ফোন ব্যাক করেন এবং ঐ রাস্তার বিষয়ে কথা বলতে চেয়ে অফিসে আসতে বলেন। পুনরায় প্রকৌশলীর অফিসে গিয়ে তাকে আবার ও পাওয়া যায়নি। 

১টা ৫৩ মিনিট এ প্রকৌশলী ফোন ব্যাক করেন এবং ঐ রাস্তার বিষয়ে কথা বলতে চেয়ে অফিসে আসতে বলেন। পুনরায় প্রকৌশলীর অফিসে গিয়ে তাকে আবার ও পাওয়া যায়নি। 

এই জনগুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন চলাচলকারী পথচারী, যাত্রী, যানচালক ও স্থানীয়রা।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest