কু‌ড়িগ্রা‌মে সড়ক দুর্ঘটনায় আহত পু‌লিশ সদস‌্যর মৃত্যু

প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২২

কু‌ড়িগ্রা‌মে সড়ক দুর্ঘটনায় আহত পু‌লিশ সদস‌্যর মৃত্যু

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।। নিহত পু‌লিশ সদস‌্যর নাম আ‌রিফুল ইসলাম (২৪)। তি‌নি দুর্গাপুর বাজা‌র এলাকার নুর মোহাম্ম‌দের পুত্র। সোমবার (১১জুলাই) উ‌লিপুর-চিলমারী সড়‌কের ব্র্যাক অফিসের সাম‌নে দুর্ঘটনায় গুরুত্বর আহত হ‌য়ে রংপুর মে‌ডি‌কেল হাসপাতা‌লে ভ‌র্তি হন।

নিহ‌তের স্বজন ও এলাকাবাসী সূ‌ত্রে গে‌ছে, আ‌রিফুল ইসলাম মিরপুর থানায় কনস্টেবল প‌দে কর্মরত ছি‌লেন। ঈ‌দের ছু‌টি‌তে বা‌ড়ি‌তে আ‌সেন তি‌নি। সোমবার (১১জুলাই) স্ত্রীসহ মোটরসাইকেলে ব্র্যাক অফিসের সাম‌নে বিপরীত দিক থে‌কে এক‌টি ব‌্যাটারীচা‌লিত অ‌টো‌রিকশা‌কে সাইড দি‌তে গি‌য়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ছিট‌কে প‌ড়েন। এসময় তার স্ত্রীর কোন ক্ষ‌তি না হ‌লেও গুরুত্বর আহত হন আ‌রিফুল ইসলাম। প‌রে এলাকাবাসী তা‌কে উদ্ধার ক‌রে উলিপুর স্বাস্থ‌্য কম‌প্লেক্সে নেয়ার পর কর্তব‌্যরত চি‌কিৎসক তা‌কে রংপুর মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে প্রেরণ ক‌রেন। মঙ্গলবার রাত পোনে ৯টার দি‌কে চি‌কিৎসাধীন অবস্থায় হাসপাতা‌লে মারা যান তি‌নি। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উ‌লিপুর থানার প‌ু‌লিশ প‌রিদর্শক রুহুল আ‌মিন ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest