নবাবগঞ্জে ভোটারপাড়া নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন – এমপি শিবলী সাদিক

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২২

নবাবগঞ্জে ভোটারপাড়া নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন – এমপি শিবলী সাদিক

নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের নবাবগঞ্জে আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নং বিনোদনগর ইউনিয়নের ভোটারপাড়া নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন দিনাজপুর ০৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক এমপি।

এতে নদীর পাশে বসতি মানুষরা আতঙ্কের মধ্যে আছেন। হুমকির মুখে রয়েছে ওই গ্রামের বসতভিটা। ভাঙন অব্যাহত থাকলে রাস্তা নদীগর্ভে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাস্তা নদীগর্ভে চলে গেলে ওই এলাকার শিক্ষা কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলবে। ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া না হলে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিতে পারে। বলে জানিয়েছেন এলাকাবাসী।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মানিক, মোঃ সানোয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক, সায়েম সবুজ, শাহ আলম, স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক আবুল বাশার সবুজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিনুর রহমান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান জনি, সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest