জনগণকে সেবা দিতে অপেক্ষায় থাকেন চেয়ারম্যান

প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২২

জনগণকে সেবা দিতে অপেক্ষায় থাকেন চেয়ারম্যান

সাকিব আল হাসান রুবেল:
সেবা প্রত্যাশী জনগণ যেখানে ইউনিয়ন পরিষদে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতেন বা একটি স্বাক্ষরের জন্য দিনের পর দিন চেয়ারম্যানকে খুঁজে বেড়াতেন। কখনও কখনও বাড়িতে বা হাটে-বাজারে চেয়ারম্যানকে খুঁজতেন একটি স্বাক্ষরের জন্য।
যে কারণে চেয়ারম্যানদের প্রতি অতিষ্ট ছিলেন সাধারণ মানুষ। সেখানে এর উল্টো চিত্র দেখা গেছে শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদে। যেখানে সকাল থেকে রাত পর্যন্ত চেয়ারম্যানই অপেক্ষায় থাকেন জনগণের। নিজ ইউনিয়ন পরিষদে সেবা প্রত্যাশী জনগণের হয়রানি রোধে বিরামহীন কাজ করে যাচ্ছেন ইউপি চেয়ারম্যান আলী হায়দার। নাগরিক সনদপত্র, প্রত্যায়নপত্র, জন্ম-মৃত্যুনিবন্ধন, ওয়ারিশান সার্টিফিকেট, ডিজিটাল সেন্টারের মাধ্যমে ই-সেবা প্রদান, ভাতা গ্রহীতাদের বিভিন্ন সমস্যা নিরসনে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন তিনি। এসব সেবা প্রদানে চেয়ারম্যান বা তার লোকজনকে কোনো টাকা দিতে হয়না। উল্টো যেই আসছেন, তাকেই নিজের টাকায় এককাপ চা খাইয়ে সন্তুষ্টি অর্জন করেছেন তিনি। বিভিন্ন সুত্রে জানা যায়, সেবা সততা দক্ষতা ও নিজের যোগ্যতা দিয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সব মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন ইউপি চেয়ারম্যান মোঃ আলী হায়দার। সুখে-দুঃখে সবসময় তাকে কাছে পাওয়ায় তিনি এখন সকল শ্রেণি পেশার মানুষের প্রিয়মুখ।
জনবান্ধব এ জনপ্রতিনিধি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়ন পরিষদে অবস্থান করেন। নিজ কার্যালয়ে বসে মানুষের সঙ্গে মতবিনিময় করেন, অভাব-অভিযোগের কথা শুনেন, সমাধানের চেষ্টা করেন। অন্যদিকে, দলীয় রাজনৈতিক কর্মকান্ডেও তিনি অনন্য ভূমিকা রেখে আসছেন। উক্ত ইউনিয়নের জনগণ বলছেন, আলী হায়দার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর প্রত্যাশার চেয়ে প্রাপ্তি বেশি। পর-আপন না ভেবে সবাইকে সমান চোখে দেখছেন। অল্প দিনেই আস্থা-বিশ্বাস অর্জন করে সবার মনে জায়গা করে নিয়েছেন। মামলা-হামলা মুক্ত ইউপি উপহার দিয়েছেন। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। ইউনিয়ন পরিষদের সদস্যরাও চেয়ারম্যান আলী হায়দারের কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন এবং তার সফলতা কামনা করেন।
ইউপি চেয়ারম্যান শাজাহান, রাশেদ, মিনারা বলেন, আলী হায়দার নির্বাচিত হওয়ার পর ইউনিয়নের সর্বত্র কাজ করে যাচ্ছেন। কৃষক জেলে শ্রমিকসহ নানান পেশার মানুষের সুখ-দুঃখে পাশে দাড়াচ্ছেন। তাঁর দ্বারা একজনও ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন কথা কেউ বলতে পারবে না। অনিয়ম রোধে কঠিন ভূমিকা রাখছেন। ইউপি চেয়ারম্যান আলী হায়দার বলেন, একটি ইউনিয়নে জনগণের নানাবিধ কাজে চেয়ারম্যানের স্বাক্ষরের খুব প্রয়োজন। সেখানে একটি স্বাক্ষরের জন্য কেন মানুষকে দিনেরপর দিন ঘুরতে হবে? আমি নির্বাচনের আগেই ওয়াদা করেছি, জনগণের হয়রানি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবো। নির্বাচনী সেই ওয়াদা আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest