ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২২
কুড়িগ্রাম প্রতিনিধি।। কুড়িগ্রামে যানবাহনের মাত্রাতিরিক্ত শব্দ দূষণরোধে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এর উদ্যোগে একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় ৫টি যানবাহনের ড্রাইভারকে নগদ অর্থ জরিমান, ৯টি হাইড্রলিক হর্ণ জব্দ করা হয়।
এছাড়াএ জনসাধারণের মাঝে শব্দ দূষণ সচেতনতামুলক লিফট বিতরণ করে অভিযান দলটি।
ভ্রাম্যমান আদালতের এই অভিযানের নেতৃত্ব দেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল । সোমবার (২২শে আগস্ট) রংপুর টু কুড়িগ্রাম মহাসড়কের ত্রিমোহনী এলাকায় এই অভিযানটি পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, শব্দদূষণ ( নিয়ন্ত্রণ) বিধিমালা,২০০৬ মোতাবেক নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত হর্ণ ব্যবহারের অভিযোগে ৪টি বাস ও ১টি ট্রাকসহ মোট ৫ টি যানবাহনের ড্রাইভারকে পৃথক ভাবে মোট ৯০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
এ সময় অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী ০৯ টি হাইড্রোলিক হর্ণ জব্দ এবং শব্দদূষণ বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিমসহ পুলিশ বাহিনীর সদস্যরা।
কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন,নিয়মিত অভিযানের অংশ এটি। শব্দ দূষণ নিয়ন্ত্রণে জন সচেতনতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান তিন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST