জয়পুরহাটে খামারী সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২২

জয়পুরহাটে খামারী সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত

আবু রায়হান, জয়পুরহাটঃ
‘দুগ্ধ-হৃষ্টপুষ্ট করণ শিল্পের সাথে যুক্ত’ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে খামারী সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ আগস্ট) বিকাল সাড়ে ৩ টায় জেলা ডেইরী ফার্মারস এসোসিয়েশনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা।

এ সময় জয়পুরহাট অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক
বলেন, বর্তমান সরকার খাদ্য মূল্য কমাতে কাজ করছে। খামারী বাঁচলে, বাঁচবে বাংলাদেশ। খামারীদের একটি ব্রান্ড করতে সার্বিকভাবে সহযোগিতা করা হবে।

তিনি আরো বলেন, করোনা প্রটেকশন করতে দুধ ও ডিম খেতে নিদের্শ প্রদান করা হয়েছিল। করোনা সময়ে এ সেকশন চলমান ছিল। খামারিদের সুখে-দুঃখে পাশে থাকার আশা ব্যক্ত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ দফতরের পরিচালক ড. মোঃ নজরুল ইসলাম, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এনডিডিপি) চীপ টেকনিক্যাল কো-অডিনেটর ড. গোলাম রব্বানী, জয়পুরহাট অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাহফুজার রহমান, বাংলাদেশ ডেইলি ফার্মারস এসোসিয়েশনের সভাপতি হোসেন ও সাধারণ সম্পাদক শাহ ইমরান প্রমুখ।

এ উপলক্ষে আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটগরিতে খামারিদের সংবর্ধনা প্রাদান করা হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest