বদলগাছীতে দ্রব্য মূল্যের উর্ধগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২২

বদলগাছীতে দ্রব্য মূল্যের উর্ধগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

সাগর হোসেন, বদলগাঁছী,নওগাঁ, প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কেন্দ্রীয় কমিটির পুর্ব ঘোষিত কর্মসূচির আলোকে নওগাঁর বদলগাছী উপজেলা বি এন পি ও অঙ্গ সংগঠন এর আয়োজনের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৭আগষ্ট শনিবার বিকাল ৪টায় বদলগাছী চৌরাস্তার মোড়ে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন থানা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ জেলা পৌর মেয়র ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ নাজমুল হক সনি,বিশেষ অতিথি আবু বক্কর সিদ্দিক নান্নু,নওগাঁ জেলা আহবায়ক বি এন পি।,সাবেক সাঃ সম্পাদক নওগাঁ জেলা বি এন পি, জাহিদুল ইসলাম ধলু।যুগ্ম সাঃ সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদ ফজলে হুদা বাবুল, পারভেজ আরেফিন সিদ্দিকী জনি ১নং সদস্য মহাদেব পুর উপজেলা কমিটি।

আরও উপস্থিত ছিলেন,স্হানীয় নেতৃবৃন্দ সাবেক সভাপতি গোলাম রব্বানী মুকুল,সাবেক সাঃ সম্পাদক আব্দুল হাদী ধৌঃ টিপু,বি এন পি নেতা ওসমান আলী মন্ডল,সাবেক ছাত্র দল আহবায়ক সিয়ানুর চৌঃ সহ বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মী।বদলগাছীর ৮টি ইউনিয়নের সাধারণ জনগন মিছিল নিয়ে দ্রব্য মূল্যের উর্ধগতির প্রতিবাদ জানিয়ে সভাস্হলে আসেন।উপস্থিত বক্তারা বলেন,দ্রব্যমূল্যের উর্ধ গতির কারণে সাধারণ জনগনের যে দুর্গতি তা সরকারের চোখে পড়ে না।সারের জন্য কৃষকের হাহাকার এই সরকারের কোন দায় নেই।অনতিবিলম্বে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে বলেও তারা জোর দাবি জানান।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest