ঢাকা ১৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
এস ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি।
নাটোরের লালপুরে রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস (৭৬০) ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে।
রোববার (২৮ আগস্ট ২০২২) বিকেল ৪টা ৫০ মিনিটে উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনে এ ঘটনা ঘটে। এঘটনায় কোন ক্ষয়ক্ষতি হয়নি।
ট্রেনের প্রত্যক্ষদর্শী যাত্রী বাগাতিপাড়ার জাহাঙ্গীর আলম (৩৫) বলেন, পদ্মা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে বিকেল ৪টার সময় ছেড়ে আসে। আব্দুলপুর স্টেশনে পৌঁছলে ৪টা ৫০ মিনিটে হঠাৎ ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে পড়ে। এ সময় সকল ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়।
আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশন মাস্টার নিজাম উদ্দিন বলেন, যাত্রাবিরতিকালে ব্রেক ফেল করে আব্দুলপুর স্টেশনের কাছাকাছি পদ্মা এক্সপ্রেস ট্রেনের সামনের একটি বগিসহ ইঞ্জিন লাইনচ্যুত হয়। বিকল্প লাইন থাকায় সব রুটের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম) রাজশাহীর মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বলেন, বিকল্প ইঞ্জিনের মাধ্যমে কিছুক্ষণের মধ্যে পদ্মা এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে যাত্রা করতে পারবে। উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে পৌঁছালে লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার কার্যক্রম চালাবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST