তেঁতুলিয়ায় প্রাথমিক প্রধান শিক্ষক আছমা খাতুনের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২২

তেঁতুলিয়ায়  প্রাথমিক প্রধান শিক্ষক আছমা খাতুনের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত

জুলহাস উদ্দীন তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি :

তেঁতুলিয়ায় আজিজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছমা খাতুনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার আজিজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। গুণী এ শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার সহকর্মী ও সাবেক শিক্ষার্থীরা।

প্রতিষ্ঠানটির সাবেক সভাপতি জুলফিকার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কিংবদন্তী নারী শিক্ষকের শিক্ষকতা জীবনের নানান দিক স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু। অন্যান্যদের বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী, সহকারি শিক্ষা অফিসার ইউনুস আলী, বিশিষ্ট ব্যবসায়ী মোখলেসুর রহমান, প্রভাষক ফারুক হোসেন, আবু সাঈদ মিয়া, সাইদুর রহমান বাবলু প্রমুখ।

সহকর্মী প্রধান শিক্ষক শাহ আজিজুর রহমান লিটন, ফজলুল করিম, আকরাম হোসেন জাকারিয়া, সুলতানা ফেন্সী, প্রাক্তন ছাত্র আজাদ নুরসহ অনেকে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। তারা বলেন, ৮০ দশকে তেঁতুলিয়া উপজেলার স্কুলের প্রখর মেধাবী ও সাংস্কৃতিকমনা নারী আসমা খাতুন। তিনি শিক্ষকতায় যোগদানের পর থেকে স্কুলের পাঠদানের পরিবেশ বদলে যায়। মেধাবী শিক্ষার্থী তৈরি হতে থাকে। নিজের দায়িত্বশীলতায় আসমা খাতুন একজন কিংববর্তী শিক্ষক হয়ে উঠেছেন। দীর্ঘ ২২ বছর একটি স্কুলে কাটিয়ে স্কুলটি তেঁতুলিয়া উপজেলায় অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। এ সময় স্কুলটির বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপহার সামগ্রী তাদের বিদায়ী শিক্ষকের হাতে তুলে দিয়ে চোখের জলে ভালোবাসায় সিক্ত করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest