ঢাকা ১৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২২
এস ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি।
নাটোরের লালপুরে ডোবার পানিতে ডুবে শিমলা (৪) ও মঈন (৩) নামে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের জুকাদহ গ্রামে এ ঘটনা ঘটে। শিমলা একই গ্রামের শিপনের মেয়ে ও তার সহদর রিপনের ছেলে মঈন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই নিখোঁজ ছিল শিমলা ও মঈন। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবার পানিতে তাদের ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তাদের উদ্ধার করে পাশ্ববর্তী ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST