ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২২
জুলহাস উদ্দীন তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি :
তেঁতুলিয়ায় ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর উপশাখা কার্যক্রম শুর করেছে।
রবিবার বেলা ১১টায় ন্যাশনাল ব্যাংকের ইনচার্জ শামশুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ন্যাশনাল ব্যাংকের স্বতন্ত্র পরিচালক নাইমুজ্জামান ভুঁইয়া মুক্তা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো.মেহমুদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী, আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, জেলা কৃষকলীগের সাবেক সভাপতি তাজিরুল ইসলাম তাজু, জাতীয় পার্টির সভাপতি মোখলেসুর রহমান ও পঞ্চগড় ন্যাশনাল ব্যাংক শাখার ব্যবস্থাপক রাজিউর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের সীমান্ত উপজেলা তেঁতুলিয়ায় ন্যাশনাল ব্যাংক চালু মানে মেঘ না চাইতেই মেঘ পাওয়ার আনন্দ। এখানে সোনালী ব্যাংকের মাধ্যমে বেশির ভাগ মানুষের ভরসা করতে হতো। এখন ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে এখানকার ব্যবসায়ীরা লেনদেন করতে পারবেন। এ জন্য এখানকার উন্নয়নে ক্ষুদ্র ব্যবসায়ীদের দিকে দৃষ্টি রাখতে আহবান করেন বক্তারা।
প্রধান অতিথি বলেন, প্রান্তিক পর্যায়ে ব্যাংকিং সেবা পৌছে দিতে তেঁতুলিয়া ন্যাশনাল ব্যাংকের যাত্রা শুরু করা হলো। বাংলাদেশের বে-সরকারি ব্যাংকের যাত্রা সর্বপ্রথম ন্যাশনাল ব্যাংক শুরু করে। ১৯৮৩ সালে যাত্রা শুরুতেই করার পরে হতে হাজার হাজার গ্রাহকদের আস্থার প্রতীক হয়ে দাড়িয়েছে। বর্তমানে এ-ই ব্যাংকটি ৪৫ কোটি টাকার আমানত রয়েছে। এখন থেকে দেশের চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধার ব্যবসায়ীরা এ ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে এলসি করতে পারবেন। দেশ-বিদেশে এটিএম কার্ড ব্যবহার করে লেনদেন করতে পারবেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিশিষ্ট ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গ্রাহক, ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST