কুড়িগ্রামে বাল্য বিয়ে ও সহিংসতা প্রতিরোধে তথ্য অফিস আয়োজিত চরাঞ্চলে উঠান বৈঠক

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২২

কুড়িগ্রামে বাল্য বিয়ে ও সহিংসতা প্রতিরোধে  তথ্য অফিস আয়োজিত চরাঞ্চলে উঠান বৈঠক

কুড়িগ্রাম প্রতিনিধি: ২৬/০৯/২২
কুড়িগ্রামে বাল্য বিয়ে প্রতিরোধ, শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং প্রতিবন্ধীদের অধিকার বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রত্যন্ত চর সরদার পাড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসের আয়োজনে এবং ইউনিসেফ এর সহায়তায় কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের চরাঞ্চলের এ উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন ইউএনও রাশেদুল হাসান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, জেলা তথ্য অফিসার শাহজাহান আলী, ফ্রেন্ডশিপ কর্মকর্তা আহসান হাবীব প্রমুখ। এসময় ঐ গ্রামের দেড় শতাধিক নারী পুরুষ অংশগ্রহন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল হাসান বলেন, সরকার কুড়িগ্রামকে বাল্য বিয়ে মুক্ত করতে নানা উদ্যোগ নিয়েছে । এটি সফল করতে হলে অভিভাবকদের এগিয়ে আসতে হবে। কন্যা শিশুদের পড়াশুনা করাতে হবে । সরকার বিনামূল্যে বই দিচ্ছে। উপবৃত্তি দিচ্ছে। প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে । দরিদ্র মানুষদের আইনি প্রতিকার পেতে সরকার বিনা মূল্যে লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সেবা দিচ্ছে। আর প্রতিদ্বন্দ্বীদের তালিকা করে শিক্ষা, স্বাস্থ্য এবং আর্থিক সহায়তার বিভিন্ন কর্মসুচি পরিচালিত হচ্ছে


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest