ভেটেরিনারি প্রিমিয়ার লীগ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২২

ভেটেরিনারি প্রিমিয়ার লীগ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ হাবিবুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধি (দিনাজপুর) :

৩০ অক্টোবর রোজ রবিবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভেটিনারী এন্ড এনিমেল সায়েন্স অনুষদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের স্কুল মাঠে ভিপিএল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহণ করে ডিভিএম-১৫ ব্যাচ বনাম ডিভিএম ১৭ ব্যাচ খেলায় ডিভিএম-১৫ ম্যাচ জয় লাভ করে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়। ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয় শাহরিয়ার আলম (১৫ ব্যাচ) ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় শাহরিয়ার ইসলাম (১৭ ব্যাচ)।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড.এম.কামরুজ্জামান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্স অনুষদের সম্মানিত ডীন প্রফেসর ড.তাহেরা ইয়াসমিন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর প্রফেসর ড.মামুনুর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগ এর পরিচালক প্রফেসর ড.ইমরান পারভেজ উপস্থিত ছিলেন আই.আর.টি এর পরিচালক প্রফেসর ড.হারুনুর রশিদ, মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.খালেদ হোসেন, জেনেটিক্স এন্ড ব্রিডিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর প্রফেসর ড.মো.রাশেদুল ইসলাম, মেডিসিন, সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.বেগম ফাতেমা জোহরা এবং ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্স অনুষদের সম্মানিত শিক্ষকবৃন্দ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest