ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২২
জলঢাকা উপজেলা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাসে নরমাল ডেলিভারির মাধ্যমে জন্ম নিয়েছেন ২১০ জন নবজাতক যা এই উপজেলায় সর্বোচ্চ রেকর্ড। উপজেলা পরিবার ও পরিকল্পনা অফিসার ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীর এ প্রতিবেদককে জানান, আমরা জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছি। একটি সময় ছিলো হাসপাতাল থেকে মানুষ মুখ ফিরিয়ে নিতো। সেই অবস্থার পরিবর্তন হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন সব ধরনের সেবা পাওয়া যাচ্ছে। তাই যেকোন স্বাস্থ্যসেবায় জন সাধারণকে হাসপাতালে আসার আহবান জানাচ্ছি।
এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা পেয়ে প্রসূতি মায়েরাও খুশি। আস্থা বাড়ছে ডেলিভারি রোগীদের। প্রসব পূর্ববর্তী যাবতীয় সেবা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হচ্ছে প্রতিনিয়ত।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীর আরো জানান, গত সেপ্টেম্বর মাসে ১০৫ টি এবং অক্টোবর মাসের ১০৫ টি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে। ডেলিভারি মায়েদের জন্য সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন প্রশিক্ষণপ্রাপ্ত ৮ জন মিডওয়াইফ এবং এ বিষয়ে অভিজ্ঞত মেডিকেল অফিসার। রোগীদের জন্য আলাদা ওয়ার্ড, মিডওয়াইফদের আলাদা ডিউটি রুম, সার্বক্ষণিক চিকিৎসা সেবা এবং আমাদের স্বাস্থ্য কর্মীদের প্রচার প্রচারনায় ক্রমেই ডেলিভারি রোগীর সংখ্যা বাড়ছে অথচ কিছুদিন আগে জনবল সংকট,দালালদের দৌরাত্ম সহ বিভিন্ন সমস্যার কারনে এ সেবা ব্যাহত হতো।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST