আজ ১১ ডিসেম্বর হিলি হানাদান মুক্ত দিবস।

প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২২

আজ ১১ ডিসেম্বর হিলি হানাদান মুক্ত দিবস।

মো. লুৎফর রহমান, হিলি(দিনাজপুর):
আজ ১১ ডিসেম্বর দিনাজপুরের হিলি হানাদার মুক্ত দিবস। স্বরণ করিয়ে দেয় সেই ১৯৭১ সালের ভয়াল দিনের কথা।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার লিয়াকত আলী জানান, আজ থেকে ৫১ বছর আগের ১৯৭১ সালে এই অঞ্চলের স্বাধীনতাকামী মানুষ সেদিন হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলো চরম সাহসিকতায়। হানাদার বাহিনী থেমে থেমে মেতে উঠেছিল নির্মম হত্যাযজ্ঞে।আক্রমন চালিয়েছিলো নিরীহ হিলি সীমান্ত বাসীর ওপর। প্রায় এক কিলোমিটার সুড়োংগো করে সন্মুখ যুদ্ধে মেতেছিলো হানাদারেরা।
হিলির মুহাড়াপাড়া গ্রামে মিত্রবাহিনীর সাথে হয় প্রচন্ড সম্মুখ যুদ্ধ। সেই যুদ্ধে এখানে শহীদ হয়েছিলেন ৭ নং সেক্টরের মুক্তিযোদ্ধা সহ ভারতীয় মিত্র বাহিনীর ৩৪৫ জন মুক্তি সেনা। আহত হয়েছিলেন আরো ১৪’শ জন। দু’দিনের তোড়ের মুখে পিছু হটতে বাধ্য হয়েছিলো পাক হানাদার বাহিনী। তাদের সাথে গা ঢাকা দেয় রাজাকার, আলবদর, আলসামস। আজকের এই দিনে আনন্দ উল্লাসে লাল সবুজের পাতাকা উড়ায় এলাকাবাসি। তাদের স্মরণে আজ রোববার সকালে মিত্রবাহিনীসহ সকল শহীদদের স্বরণে নির্মিত স্মৃতিস্তভম্ভ “সন্মুখ সমরে” স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ সহ এলাকাবাসী নিহত মুক্তিসেনাদের স্মৃতি চারণ, র‌্যালি ও রুহের মাগফেরাত কামনাসহ বিভিন্ন কর্মসুচির মাধ্যমে দিনটি পালন করব


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest