ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২২
মো.লুৎফর রহমান,হিলি (দিনাজপুর):
দিনব্যাপী নানা কর্মসুচীর মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে সুর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনীর মধ্যদিয়ে দিবসের শুভ সুচনা করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম ও উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে প্রথমেই উপজেলা প্রশাসন ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে একে একে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, পৌরসভা, আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমুহ শ্রদ্ধা নিবেদন করেন। এর পরে নিহতদের স্মরনে দোয়া কামনা করা হয়। পরে সকাল ৯টায় ডিগ্রী কলেজ মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসুচীর শুভ উদ্বোধন করা হয়। পরে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে ডিসপ্লে, ক্রিড়া প্রতিযোগীতা,বিশেষ প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশনসহ দিনব্যাপী নানা কর্মসুচীর মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। এসময় সেখানে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, পৌরমেয়র জামিল হোসেন, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা,আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন, অনেকে উপস্থিত ছিলেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST