কুড়িগ্রামে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলেন এসপি মাহফুজুল

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২২

কুড়িগ্রামে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলেন এসপি মাহফুজুল

সাইফুর রহমান শামীম,, কুড়িগ্রাম ।।
কুড়িগ্রামে ১৪৭ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
শনিবার(১৭ ডিসেম্বর) পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজনে মহান মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধকারী কুড়িগ্রাম জেলায় অবস্থানরত অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম টুকু, সাবেক সদর উপজেলা কমান্ডার আব্দুল বাতেন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রুহুল আমীন, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ সুমন রেজা, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মোর্শেদুল হাসান পিপিএম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের ফুলদিয়ে বরণ করে নেন এবং তাদের শীতের উষ্ণতার জন্য শাল পরিয়ে দেন। পুলিশ সুপার বলেন পুলিশ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ আমাদের হিরো। কুড়িগ্রাম জেলা পুলিশ সর্বদা পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের পাশে ছিলো এবং থাকবে এবং সকলের সম্মিলিতভাবে আগত সময়ে কোন অশুভ শক্তি যেনো সদাশয় সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে না পারে সেই বিষয়ে প্রেরণা ও প্রেষণা ব্যক্ত করেন।
প্রসঙ্গত, কুড়িগ্রাম জেলায় অবস্থানরত পুলিশ বীর মুক্তিযোদ্ধা, মৃত বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্য, সদর থানা ১১ জন, রাজারহাট ১৬ জন, উলিপুর ৫০ জন, ভূরুঙ্গামারী ১৪ জন, কচাকাটা ১ জন, চিলমারী ২০, রৌমারী ১৪, নাগেশ্বরী ১০, ফুলবাড়ী ১২ জন সহ ১৪৭ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গ উপস্থিত থেকে পুলিশের অভ্যর্থনা গ্রহণ করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest