ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৩
মো.লুৎফর রহমান,হিলি(দিনাজপুর)
দিনাজপুরের হিলি কাস্টমসের পাসপোর্ট শাখার কর্মকর্তাদের হাত কেটে নেয়ার হুমকির প্রতিবাদে পাসপোর্টধারী যাত্রীদের বই এট্রিসহ, ব্যাগেজ শাখার সকল কার্যক্রম সাময়িক বন্ধ রেখেছেন কাস্টমস কর্মকর্তারা।
বিষয়টি আজ শনিবার ( ১৪ ডিসেম্বর) দুপুর ২ টায় নিশ্চিত করেছেন রাজস্ব কর্মকর্তা সুকান্ত দাস।
সুকান্ত দাস বলেন, আজ শনিবার দুপুর দেড়টার দিকে একজন পাসপোর্ট যাত্রী ব্যাগেজ নিয়ে ভারত থেকে বাংলাদেশে আসেন। এ সময় কাস্টমসে কর্মরত আনসার সদস্য ব্যাগেজটি নিয়ে ব্যাগেজ রুমে প্রবেশ করার সময় জনৈক দিনার নামের এক ব্যক্তি আনসার সদস্যকে ধাক্কা মেরে ল্যাগেজটি ছিনিয়ে নিয়ে যায়।
তিনি আরও বলেন, ওই ব্যক্তি ( দিনার) পরে এসে কাস্টমস কর্মকর্তাদের হাত কেটে নেয়াসহ বিভিন্ন হুমকি দেন। তাই আমরা দুপুর ২ টা থেকে পাসপোর্ট শাখার সকল কার্যক্রম সাময়িক বন্ধ রেখেছি। বিষয়টি স্থানীয় থানায় অবগত করা হয়েছে। তবে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক আছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST