হিলি সীমান্তে ভারত ও বাংলাদেশের আমদানি রফতানিকারক ও সিআ্যন্ডএফ ব্যবসায়ীদের মাঝে বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৩

হিলি সীমান্তে ভারত ও বাংলাদেশের আমদানি রফতানিকারক ও সিআ্যন্ডএফ ব্যবসায়ীদের মাঝে বৈঠক অনুষ্ঠিত

মো.লুৎফর রহমান,হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি রফতানি কার্যক্রম আরো গতিশীল করতে দুদেশের আমদানি রফতানিকারক ও সিআ্যন্ডএফ এজেন্ট ব্যবসায়ীদের মাঝে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকেলে হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শুন্যরেখার পাশে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতেই দুদেশের ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে একে অপরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বৈঠকে বন্দর দিয়ে দুদেশের মাঝে আমদানি রফতানি কার্যক্রম আরো গতিশীল করতে বিরাজমান সমস্যাসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

ঘন্টাব্যাপী বৈঠক শেষে ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধি দলটি ভারতে ফিরে যান। বৈঠকে ভারতের হিলি এক্সপোর্টার এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট আ্যসোসিয়েশনের সহসভাপতি অশোক কুমার মন্ডলের নেতৃত্বে ১২ সদস্যের ভারতীয় একটি ব্যবসায়ী প্রতিনিধি দল ও বাংলাহিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান লিটনের নেতৃত্বে ৮সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল বৈঠকে অংশগ্রহণ করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest