হরিপুরে এইচ.এস.সি পরীক্ষায় ফেল করায় এক শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৩

হরিপুরে এইচ.এস.সি পরীক্ষায় ফেল করায় এক শিক্ষার্থীর আত্মহত্যা

ক্লিন চন্দ্র ( ইত) রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি

সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষায় ফেল করায় আরফিন আক্তার (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আটঘোরিয়া গ্রামে শিক্ষার্থীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত- আরফিন আক্তার আটঘোরিয়া গ্রামের জাবেদ আলীর মেয়ে। তিনি ডিকে ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

গেদুড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মঞ্জুর হক সকালের সময়কে জানান, মেয়েটির মা বাড়িতে নামাজ পড়ছিলেন। তার বাবা বাসায় ছিলেন না। এ সময় রেজাল্ট শোনার পর ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি ফাঁস দেন।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম সকালে সময়কে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মেয়েটি এইচএসসিতে অকৃতকার্য হয়েছে। সে ক্ষোভ থেকে হয় তো আত্মহত্যা করেছে। পরে আর বিস্তারিত বলা যাবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest