ঢাকা ১৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
মো. লুৎফর রহমান,হিলি(দিনাজপুর)
দিনাজপুরের বিরামপুরে ট্রাকের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো.ওমর ফারুক (২০) নামের কলেজ পড়–য়া ছাত্রের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি ) দুপুর বেলা দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের চাঁদপুর মাদ্রাসার সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক পৌর শহরের হাসপাতল রোড মর্ডান ক্লিনিক এলাকার আব্দুল খালেকের ছেলে এবং বিরামপুর সরকারি কলেজের একাদশ শ্রেনির প্রথম বর্ষের শিক্ষার্থী। এছাড়াও বিরামপুর পৌর ছাত্রলীগের ৩নং ওয়াড় সদস্য ছিলেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান সড়ক দূর্ঘটনায় ফারুককের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ট্রাকের চাকার নিচে পড়ে ওমর ফারুকের মাথা থেতলে ঘটনাস্থলেই প্রাণ হারান।ঘাতক ট্রাকটিকে রেলগুমটি এলাকায় থেকে জব্দ করা হয়েছে। পরিবারের পক্ষে থেকে কোন অভিযোগ দিলে গ্রহণ করা হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST