দাকোপের কালাবগি সুন্দরবণ মাধ্যমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ উঠায় নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৩

গোলাম মোস্তফা খান,খুলনা
দাকোপের কালাবগী সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের ৩টি শুন্যপদের নিয়োগ পরীক্ষা স্থগিতের আবেদন করে লিখিত অভিযোগে সাড়া দিয়ে পরীক্ষা স্থগিত। স্থানীয় কালাবগী গ্রামের মৃঃ আলী গাজীর পুত্র ছোবহান গাজী খুলনা বিভাগীয় মাধ্যমিক শিক্ষা অফিসার ও খুলনা জেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগে দাবী করে, গত ইং ০১/১২/২০২২ তারিখে দৈনিক পূর্বাঞ্চলে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে অফিস সহায়ক, পরিচ্ছন্নতাকর্মি এবং আয়া পদে দরখস্ত আহবান করে। যেখানে ২৪ শে ফেব্রুয়ারী ২০২৩ তারিখে মৌখিক পরীক্ষার দিন ধার্য্য করা হয়। কিন্তু স্কুল পরিচালনা কমিটির সভাপতি, প্রধান শিক্ষক এবং দাতা সদস্য পরস্পর যোগসাজসে অবৈধভাবে লক্ষ লক্ষ টাকা নিয়ে পছন্দের প্রার্থী চুড়ান্ত করেছে। এমনকি একই পদে একাধিক ব্যক্তির নিকট থেকে টাকা গ্রহন করাসহ টাকা দেওয়া ৬ প্রার্থীর নাম উল্লেখ করা হয়। অতীতেও এই সভাপতি প্রধান শিক্ষক নিয়োগ বাণিজ্য করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়। এমন অভিযোগ করে এলাকাবাসীর পক্ষে ছোবহান গাজীর করা আবেদনে সাড়া দিয়ে বিভাগীয় এবং জেলা কর্মকর্তাগণ গত ২৪ তারিখের মৌখিক পরীক্ষা স্থগিত করেছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest