ঢাকা ১০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৩
কুড়িগ্রাম প্রতিনিধি।। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় প্রায় পৌনে ৮ লাখ ভারতীয় রুপি সহ দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ জুন) বিকালে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বিন্নাবাড়ি হতে গাগলাগামী সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠায় পুলিশ। নাগেশ্বরী থানার অফিসার ইন চার্জ (ওসি) আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন ফুলবাড়ী উপজেলার অনন্তপুর ভেল্লীরতল গ্রামের মোঃ আব্দুর সাত্তার (৩৮) এবং একই উপজেলার আজোয়াটারী ছড়ার পাড় গ্রামের মোঃ রসুল আলী (৪৮)। এরা পেশায় দিনমজুর বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, বুধবার বিকালে নাগেশ্বরী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানাধীন সন্তোষপুর ইউনিয়নের বিন্নাবাড়ি হতে গাগলাগামী পাকা সড়কে আব্দুর সাত্তার ও রসুল আলীকে মোটরসাইকেলসহ আটক করে। এসময় তাদের দেহ তল্লাশি করে কোমরে বিশেষ ব্যবস্থায় রাখা অবস্থায় ৭ লাখ ৮৬ হাজার ৫০০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়। এসব রুপির বৈধ কোনও কাগজপত্র দেখাতে না পারায় তাদেরকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়। পেশায় দিনমজুর হয়েও এসব ভারতীয় রুপি তারা কেন এবং কোথায় নিয়ে যাচ্ছিলেন তা তদন্ত করছে পুলিশ।
ওসি আশিকুর রহমান বলেন, গ্রেফতার ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে বৈধ কাগজপত্র ছাড়া বৈদেশিক মুদ্রা নিজ হেফাজতে রাখার অপরাধে ১৯৪৭ সালের বৈদেশিক মুদ্রা আইনে মামলা হয়েছে। তাদেরকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। কী উদ্দেশ্যে তারা এসব ভারতীয় রুপি নিজ হেফাজতে রেখেছিলেন তা তদন্ত করে দেখা হচ্ছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST