বেরোবিতে “কমিউনিকেশন, লিডারশীপ ও স্মার্ট বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, জুন ২০, ২০২৩

বেরোবিতে “কমিউনিকেশন, লিডারশীপ ও স্মার্ট বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বেরোবি প্রতিনিধিঃ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে “কমিউনিকেশন, লিডারশীপ ও স্মার্ট বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক সংগঠন স্মার্ট সোসাইটি, বাংলাদেশ ছাত্রলীগ, বেরোবি শাখা ও সাংস্কৃতিক-সামাজিক সংগঠন অ্যাস্টার, বেরোবির যৌথ উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২০ জুন) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর লোকপ্রশাসন বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

স্মার্ট সোসাইটি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম কো-অর্ডিনেটর রবিউল হাসান সাকীবের সঞ্চালনায় কর্মশালায় স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহামুদুল হক ও লোকপ্রশাসন বিভাগের প্রভাষক নিয়াজ মাখদুম।

কর্মশালার প্রথম পর্বে স্মার্ট বাংলাদেশ ও লিডারশীপ নিয়ে আলোচনা করেন লোকপ্রশাসন বিভাগের প্রভাষক নিয়াজ মাখদুম। স্মার্ট বাংলাদেশের চারটি ভিত্তিকে উল্লেখ করে তিনি স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য স্মার্ট সিটিজেন হিসেবে নিজেকে তৈরী করার জন্য যাবতীয় দিকনির্দেশনা দিয়েছেন। এছাড়াও প্রথাগত লিডারশীপ ধারণা থেকে বেড়িয়ে যুগোপযোগী লিডারশীপের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। একজন লিডারের মধ্যে যে গুণ থাকা দরকার এবং কীভাবে নিজেকে স্মার্ট লিডারশীপের জন্য নিজেকে তৈরি করবেন শিক্ষার্থীরা এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

কর্মশালার দ্বিতীয় পর্বে কমিউনিকেশন নিয়ে আলোচনা করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহামুদুল হক। ব্যক্তিগত জীবনে কমিউনিকেশন এর গুরুত্ব তুলে ধরে কীভাবে কমিউনিকেশনকে ইফেকটিভ করতে হবে সেসব বিষয়ে যাবতীয় দিকনির্দেশনা দিয়েছেন। শিক্ষা জীবনে ইফেকটিভ কমিউনিকেশন শিখলে কর্মজীবনে শিক্ষার্থীদের গুরুত্ব বাড়বে বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, সহ-সভাপতি রাকিবুল হাসান রুপম, অ্যাস্টার বেরোবির সভাপতি কামরুজ্জামান কামরুল। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৬০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest