সরকারী নিয়োগ পেলেন পাতারহাট মুসলিম মডেল মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ১৬ জন শিক্ষক ও ২ জন কর্মচারী

প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৩

সরকারী নিয়োগ পেলেন পাতারহাট মুসলিম  মডেল মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ১৬ জন শিক্ষক ও ২ জন কর্মচারী

মোঃ ইব্রাহীম মেহেন্দিগঞ্জ

মেহেন্দিগঞ্জে ১৮ জন শিক্ষক-কর্মচারীকে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

নিয়োগপ্রাপ্ত সরকারী পাতারহাট মুসলিম মডেল মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ১৬ জন শিক্ষক ও ২ জন কর্মচারী রয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে তাদের অ্যাডহক নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রবিবার এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, মেহেন্দিগঞ্জ উপজেলার সরকারী পাতারহাট মুসলিম মডেল মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ২০১৮ খ্রিষ্টাব্দে ১৩ সেটপ্টেম্বর সরকারি করা হয়েছিলো।

প্রতিষ্ঠান সরকারিকরণের তারিখ থেকে শিক্ষক কর্মচারীদের অ্যাডহক নিয়োগ দেয়া হয়েছে।

এ প্রতিষ্ঠানে অ্যাডহক নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের ‘জাতীয়করণকৃত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর) আত্তীকরণ বিধিমালা ১৯৮৩ (সংশোধনী ১৯৯৪ ও ১৯৯৫)’ ও ‘সরকারিকৃত কলেজ শিক্ষক-কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮’ অনুযায়ী নিয়োগ দেয়া হয়েছে

প্রজ্ঞাপন সুত্রে জানা গেছে, আদেশ জারির তারিখ থেকে অ্যাডহক নিয়োগ পাওয়া শিক্ষক-কর্মচারীদের এমপিও বাতিল বলে গণ্য হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া আত্তীকৃতরা অন্যত্র বদলি হতে পারবেন না বলেও বলা হয়েছে প্রজ্ঞাপনে।

অ্যাডহক নিয়োগপ্রাপ্তদের সরকারি প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। প্রচলিত রীতি অনুযায়ী এসব শিক্ষক-কর্মচারীর চাকরি নিয়মিত ও স্থায়ীকরণ করা হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest