ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৩
মেহেন্দিগঞ্জ থেকে ইব্রাহীম মুন্সী
মেহেন্দিগঞ্জ উপজেলার কাজির হাট থানায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে আশ্রয়ন প্রকল্পের ১০টি ঘর পুড়ে যাওয়ার সংবাদ পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার গভীর রাতে কাজির হাট থানার জয়নগর ইউনিয়নের ঘোড়াঘাট নামক এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দোকানের ভিতর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।তবে এর আগে আশ্রয়ন প্রকল্পের প্রায়১০ টি ঘর পুড়ে যায় । ভুক্তভোগীরা জানান, তাদের পড়নের কাপড় ছাড়া আর কিছুই বের করা সম্ভব হয়নি। আগুনে একটি দোকানসহ প্রায় কএক লক্ষ্যাদিক টাকার মালামাল পুড়ে ছারখার হয়ে গেছে বলেও জানান তারা।
এ ঘটনার সংবাদ পেয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম,জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনির হোসেন হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেন।এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তার আস্বস্ত করা হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST