তালতলী সাংবাদিক ফোরামের সভাপতি নাসির উদ্দিন ,সম্পাদক হাইরাজ মাঝি

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৩

তালতলী সাংবাদিক ফোরামের সভাপতি নাসির উদ্দিন  ,সম্পাদক হাইরাজ মাঝি


মাসুম বিল্লাহ জাফর তালতলী,বরগুনা প্রতিনিধি

বরগুনার তালতলী সাংবাদিক ফোরামের ২০২৪ সালের কার্য নির্বাহী কমিটির সভাপতি মো:নাসির উদ্দিন (দৈনিক জনতা) ও সাধারণ সম্পাদক হাইরাজ মাঝি (বাংলা টিভি)নির্বাচিত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার(৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে ফোরামের নিজস্ব কার্যালয় নির্বাচন কমিশনার নবনির্বাচিত কমিটির আনুষ্ঠানিক ঘোষনা করেন।

গত ১ ডিসেম্বর ফোরামের কার্য নির্বাহী কমিটির সাধারন সভায় ২০২৪ সালের কমিটি গঠনের লক্ষ্যে বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। পরে ১৩ টি কার্যনির্বহী পদে কোনো প্রতিদ্বন্দ্ব প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দিতায় মোঃ নাসির উদ্দিনকে দ্বিতীয় বার সভাপতি ও হাইরাজ মাঝীকে টানা তৃতীয় বারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এ কমিটির অন্যারা হলেন, সহসভাপতি জলিল আহম্মেদ(এশিনায় টিভি),জসিম উদ্দিন(মুক্ত খবর),মিজানুর রহমান নাদিম(আমাদের কন্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আলম (ভোরের অঙ্গীকার), সাংগঠনিক সম্পাদক মল্লিক মোঃ জামাল(ভোরের চেতনা), অর্থ সম্পাদক কামাল হোসেন (স্বাধীন সংবাদ), দপ্তর সম্পাদক সোহেল রানা (আলোকিত সকাল), প্রচার সম্পাদক সোহেল রিয়ান (নাগরিক ভাবনা),তথ্য ও গবেষণা সম্পাদক আল-আমিন (আমাদের বরিশাল),কার্যনির্বাহী সদস্য মোঃ খালেদ মাসুদ(দেশ প্রতিদিন) ও ইমরান তাহির (দৈনিক পর্যবেক্ষণ)। এই কার্যনির্বাহী কমিটি আগামী ২০২৪ সালে দায়িত্ব পালন করবেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest