সকল অপশক্তিকে রুখে দিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ বললেন- পঙ্কজ নাথ এমপি

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৩

সকল অপশক্তিকে রুখে দিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ বললেন- পঙ্কজ নাথ এমপি

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি

সকল অপশক্তিকে রুখে দিয়ে উন্নয়নের রোল মডেলে এগিয়ে যাবে বাংলাদেশ। এ ধারা কেউ রুখতে পারবেনা। বুধবার (২৭ডিসেম্বর) মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর ও দক্ষিণ উলানিয়া ইউনিয়নের বিভিন্ন বাজারে ব্যাপক গণসংযোগ,ও পথ সভায় এ সব কথা বলেন বরিশাল-৪ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পংকজ দেবনাথ।
আগামী ৭ জানুয়ারী উন্নায়নের ধারাকে এগিয়ে নিতে ঈগল প্রতীকের পক্ষে ভোট চাইলেন তিনি ।

এসময় সাবেক উলানিয়া ইউপি চেয়ারম্যান আঃ ছত্তার মাঝির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন আহমেদ, বাংলাদেশ কৃষক লীগ সদস্য ও মেহেন্দিগঞ্জ আ’লীগ সম্পাদক মণ্ডলী সদস্য এডভোকেট দেলোয়ার হোসেন দিলু, উপজেলা সাবেক স্বেচ্ছাসেবক লীগের যুগ্না আহবায়ক কে এম এস ফরাজি সহ স্থানীয় ব্যক্তিবর্গ।

এ ছাড়াও একদিন সন্ধ্যায় উত্তর উলানিয়া ইউনিয়নের নোয়াখালী মাঠখোলা বাজারে মাস্টার নুরুল ইসলামের সভাপতিতে ঈগল প্রতীকের সমর্থনে উঠান বৈঠক করেন পংকজ নাথ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest