মেহেন্দিগঞ্জে পুলিশের খাচায় আটক ৪ মাদক সম্রাট

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৩

মেহেন্দিগঞ্জে পুলিশের খাচায়  আটক ৪ মাদক সম্রাট

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি

মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব ইয়াছিনুল হক এর নির্দেশনায় এসআই মোঃ শাহিন এর নেতৃত্বে একটি চৌকষ পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলিমাবাদ ইউনিয়নের চর মহিষা গ্রামে মাদক সম্রাট হাকিম তালুকদারের বসত বাড়িতে ঝটিকা অভিযান পরিচালনা করে হাকিম তালুকদার সহ ০৪ জনকে গ্রেফতার করা হয়। হাকিম তালুকদারের বসত ঘর হতে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১৯,৬০০/- টাকা এবং ধৃত আসামী জামাল বেপারীর দখল হতে গাজাঁ উদ্ধার করেন।

তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, হাকিম তালুকদারের বিরুদ্ধে মাদক মামলা সহ দেশের বিভিন্ন থানায় ০৬ টি মামলা রয়েছে। আটক হাকিম স্হানীয় এলাকার দুধর্ষ সন্ত্রাসী বলেও জানা যায়। একটি সফল ও সুন্দর অভিযানে আলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ইমরান হোসেন বাপ্পি সহ স্হানীয় লোকজন সহায়তা করায় সবাইকে মেহেন্দিগন্জ থানা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest