মেহেন্দিগঞ্জে শীতার্ত মানুষের পাশে দাঁড়াল পংকজ নাথ এমপি

প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৪

মেহেন্দিগঞ্জে শীতার্ত  মানুষের পাশে  দাঁড়াল পংকজ নাথ এমপি

মোঃ ইব্রাহীম মুন্সী> মেহেন্দিগঞ্জ

দেশে চলছে কনকনে শীত। ঠান্ডা বাতাসের দাপটে শীত জেঁকে ধরেছে সবাইকে। শীতের তীব্রতা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে অল্প আয়ের মানুষকে।

তাই মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে উষ্ণতার পরশ বুলিয়ে দিতে নদী ভাঙ্গন কবলীত এলাকার শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াল বরিশাল ৪ আসনের সাংসদ পংকজ নাথ এমপি।

রুক্ষ শীতের তীব্রতাতে হিমশীতল অনাদরে, মানবতাকে জড়িয়ে দিতে ৩ য় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়ে মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর, আলীমাবাদ,জাঙালিয়া চরগোপালপুর ইউনিয়নে
এবং (১৬ জানুয়ারী) মেহেন্দিগঞ্জ পৌরসভার মুক্তিযোদ্ধা মাঠে অসহায় এবং শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সদর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, সাবেক ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন বেপারী,স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বারসহ বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।

একই দিন দুপুরে উপজেলার চানপুর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালীর সভাপতিত্বে নদী ভাঙ্গন কবলিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন পংকজ নাথ এমপি।

এ সময় পংকজ নাথ বলেন, শীতের তীব্রতায় দুস্থ, অসহায় মানুষগুলো তাদের স্বাভাবিক কাজকর্ম করতে ব্যাহত হচ্ছে। এসব অসহায় মানুষের কষ্ট লাঘব করতে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে আমাদের এই শীতবস্ত্র বিতরণ।
প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা আছে বলেই বাংলাদেশের মানুষ আজ শান্তিতে আছে।
পংকজ নাথ বলেন কিছু দলীয় পদধারী সেনাপতিরা প্রধান মন্ত্রী শেখ হাসিনার সকল সুযোগ সুবিধা ভোগ করেও দলের সাথে বেইমানী করেন।
শেখ হাসিনা দেশ এবং দেশের মানুষের জন্য ভাবেন। আমরা শেখ হাসিনার কর্মী হিসেবে মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest