বাকেরগঞ্জে আওয়ামী লীগ নেতার ক্ষেতের ধান কেটে নিয়েছে প্রতিপক্ষরা

প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৪

বাকেরগঞ্জে আওয়ামী লীগ নেতার ক্ষেতের ধান কেটে নিয়েছে প্রতিপক্ষরা

এম কে কামরুল ইসলাম বিশেষ প্রতিনিধি
নির্বাচন পরবর্তী সহিংসতায় বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বেশকিছু এলাকায় হামলা পাল্টা হামলা সহ আওয়ামী লীগ নেতার ক্ষেতের ধান কেটে নিয়েছে প্রতিপক্ষরা।

গত ৮ জানুয়ারি (মঙ্গলবার) নিয়ামতি ইউনিয়নের চামটা বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেনের উপর হামলা চালায় প্রতিপক্ষরা।

১০ জানুয়ারি বুধবার আনোয়ার হোসেন বাদী হয়ে বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জাহিদ হোসেন, মিজানুর রহমান,উজ্জ্বল খান, রাজ্জাক খান, বেলায়েত সহ পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং -১৫/২০২৪।

মামলার বাদী আনোয়ার হোসেন জানান, স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন ও মনির মুন্সী নৌকা মার্কার সমর্থক ছিলেন। আমি স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কার সমর্থক ছিলাম। নৌকা নির্বাচিত হয়েই তারা তাদের লোকজন দিয়ে আমার উপর হামলা চালিয়েছে। তাদের নেতৃত্বে জাহিদ হোসেন, মিজানুর রহমান,উজ্জ্বল খান, রাজ্জাক খান, বেলায়েত আমার প্রায় ১০০ শতাংশ জমির পাকা ধান কেটে নিয়েছে। এছাড়াও বেলায়েত আমার ১৬ শতাংশ জমি দখল করে নিয়েছে।

তিনি আরো জানান, গতকার ১৬ জানুয়ারি আমি বরিশাল পুলিশ সুপার কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছে। আদালতে যে মামলাটি করেছি সেই মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছে বাকেরগঞ্জ থানার ওসিকে। যাহাতে আদালতে করা মামলাটি সুষ্ঠু করে তদন্ত করে আদালতে রিপোর্ট পাঠানো হয়।

বাকেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেন বলেন, এসব ঘটনা জানার পর পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকা পরিদর্শন করেছে। আদালত একটি মামলা হয়েছে। খুব শীঘ্রই তদন্ত করে আদালতে রিপোর্ট পাঠানো হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest