ঢাকা ১৬ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৪
ইব্রাহীম মুন্সী মেহেন্দিগঞ্জ প্রতিনিধি
মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের নয়া খালী মাঠখোলা বাজারে রাতের আধারে দুরদর্ষ চুরির ঘটনা ঘটিয়েছে সংঘবদ্ধ চোর চক্র।
এতে নগদ টাকাসহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (১৯ জানুয়ারী) দিবাগত রাতে আনিছ স্টোর নামে একটি দোকানে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় দোকান মালিক আনিছুর রহমান জানান
প্রতিদিনের ন্যায় শুক্রবার রাত ১১ টায় আমি দোকান তালাবদ্ধ করে বাড়ীতে চলে যাই। সকালে লোকজন এসে আমার দোকানের তালা ভাঙ দেখে ফোন করলে এসে দেখি এলোমেলো অবস্থায় পরে আছে মালামাল।
পরে চেয়ে দেখি ক্যাশে থাকা নগদ টাকা,সিগারেট, সাবান, প্যাকেট দুধসহ দামীয় মালামাল নেই ।
নগদ৪০ হাজার টাকাসহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল নিয়ে যায় বলে জানান তিনি।
সংবাদ পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেন মেহেন্দিগঞ্জ থানা পুলিশ।
এ বিষয় মেহেন্দিগঞ্জ থানার এস আই সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছি। রাতে মাঠখোলা বাজারে চুরির ঘটনা ঘটিয়েছে একদল সংঘবদ্ধ চোর চক্র। তবে এতো বড় একটি বাজারে কোন ধরনের নাইটগার্ড না থাকায় এমন ঘটনা ঘটে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে একই রাতে পার্শ্ববর্তী একটি সাউন্ড সিস্টেমে দোকানে আগুনে সব মালামাল পুড়ে যায়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST