ঢাকা ১৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৪
নলছিটি প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের উত্তর জুড়কাঠি গ্রামে রাজমিস্ত্রি লাভলু হাওলাদারের ঘরে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। আগুন জ্বলতে দেখে টের পেয়ে দ্রুত তা নিভিয়ে ফেলায় রক্ষা পেয়েছেন ওই ঘরে বসবাসকারীরা। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
রাজমিস্ত্রি লাভলু হাওলাদার অভিযোগ করেন, পাশের গ্রামের রেজাউল করিম, আনোয়ার মাঝি, দুলাল মৃধা, খোকন চন্দ্র দাস ও হালিম গাজী সম্প্রতি তাদের পৈত্রিক সম্পত্তি দখলে নেওয়ার চেষ্টা করে। জমি ছেড়ে চলে না গেলে তাদের মেরে ফেলার হুমকি দেয়া হয়। কিছুদিন আগে বাড়ির পাশে রোপন করা তাদের গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। বিভিন্ন সময় হুমকি দেওয়া লোকজনের মধ্যেই কেউ তার ঘরে আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। কেরোসিন দিয়ে ঘরের পেছনে এবং ঘরের পাশে ইলেকট্রিক মিটারে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আগুন জ্বলতে দেখে পরিবারের লোকজন ঘর থেকে বের হয়ে পুকুর থেকে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় ওই ঘরের বসবাসকারীরা।
এ ব্যাপারে দপদপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধা বলেন, রাতে দুর্বৃত্তরা তার ঘরে আগুন লাগিয়েছে বলে জানিয়েছেন রাজমিস্ত্রি লাভলু হাওলাদার। আমি এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।
নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী বলেন, রাজমিস্ত্রির ঘরে আগুনের ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST