নলছিটিতে ভেকুবাহী ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৪

নলছিটিতে ভেকুবাহী ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে ভেকুবাহী ট্রাকের চাপায় আলতাফ মোল্লা(৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। শনিবার(৯মার্চ) সকাল এগারোটার দিকে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের মানপাশা গোচড়া সড়কের ফুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দপদপিয়া জিরোপয়েন্ট থেকে একটি ভেকুবাহী ট্রাক গোচড়া মানপাশা সড়কের ফুলতলা নামক স্থান দিয়ে যাচ্ছিল। এসময় ট্রাকের পিছনের চাকায় বৃদ্ধ আলতাফ মোল্লা পিষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় এবং পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

নিহত আলতাফ মোল্লা সিদ্ধকাঠি ইউনিয়নের ফুলতলা গ্রামের বাসিন্দা ছিলেন। তার পিতার নাম মৃত ওয়াজেদ মোল্লা।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মুরাদ আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই এবং নিহতের পরিবারের সাথে কথা বলি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest