নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৪

নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ
ফারুক হোসেন, গাইবান্ধা প্রতিনিধি:
নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য কমানো, সর্বত্র রেশনিং চালু, জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, সংখ্যানুপাতিক ব্যবস্থা চালুসহ সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট, গাইবান্ধা জেলা শাখা।
বাম গণতান্ত্রিক জোটের জেলা নেতা বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক রেবতী বর্মনের সভাপতিত্বে মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাসদ মার্কসবাদী জেলা নেতা কাজী আবু রাহেন শফিউল্লাহ, অ্যাড. নিলুফার ইয়াসমিন শিল্পী, জেলা সিপিবি’র সহকারি সাধারণ সম্পাদক এ্যাড মুরাদ জামান রব্বানী প্রমুখ।
বক্তারা নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে জনজীবনের নাভিশ্বাসের বিষয়টি তুলে ধরে বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী তিন মাসে জনগণের আকাঙ্খা হতাশায় নিমজ্জিত হয়েছে। তারা আরও বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতিতে জানমালের নিরাপত্তা নিয়ে মানুষ শঙ্কিত।
সেইসাথে সংখ্যানুপাতিক ব্যবস্থা চালুসহ সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণারও দাবি জানান বক্তারা। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি ১নং রেল গেইটে এসে শেষ হয়।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest