ঢাকা ২৭ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২৫
মোঃ আবদুল্লাহ আল মামুন (দুবাই প্রতিনিধি)# প্রচন্ড গরমের কারণে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের জানাজার নামাজ বা শেষ যাত্রার অনুষ্ঠান না করার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।এরবদলে সকাল সকাল অথবা সন্ধ্যার পর জানাজার নামাজসহ অন্যান্য আনুষ্ঠানিকতা করার অনুরোধ করা হয়েছে।
ইসলাম, দান এবং যাকাত বিষয়ক জেনারেল অথরিটি এ নির্দেশনা দিয়েছে বলে শুক্রবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।আমিরাত গ্রীষ্মকাল শুধুমাত্র অস্বস্তিকর নয়। এটি ঝুঁকিপূর্ণও। এ সময় দেশটিতে সূর্যের প্রখরতা অনেক বেশি থাকে। এতে করে বৃদ্ধ, শিশু ও জটিল রোগে আক্রান্ত মানুষ হিটস্ট্রোকসহ গরমজনিত অন্যান্য রোগে ভুগতে পারেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST