বাংলাদেশি পুলিশ কর্তৃপক্ষের সহযোগিতায় প্রায় ১১ লাখ দিরহাম মূল্যের গয়না ভর্তি ব্যাগ উদ্ধার করে মালিকের কাছে ফেরত।

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৫

বাংলাদেশি পুলিশ কর্তৃপক্ষের সহযোগিতায় প্রায় ১১ লাখ দিরহাম মূল্যের গয়না ভর্তি ব্যাগ উদ্ধার করে মালিকের কাছে ফেরত।

মোঃ আবদুল্লাহ আল মামুন, দুবাই প্রতিনিধি # বাংলাদেশি পুলিশ কর্তৃপক্ষের সহযোগিতায় প্রায় ১১ লাখ দিরহাম মূল্যের গয়না ভর্তি ব্যাগ উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে।

ঘটনাটি ঘটে এক দুবাই প্রবাসী স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে, যিনি সম্প্রতি উপসাগরীয় (GCC) একটি দেশে গয়নার প্রদর্শনীতে অংশ নিতে যান। তিনি সঙ্গে করে চারটি ব্যাগে মূল্যবান হীরার গয়না বহন করেছিলেন। গন্তব্যে পৌঁছে তিনি বিস্মিত হয়ে দেখেন, তার একটির ব্যাগ আসলে অন্য কারও।
ব্যবসায়ী একই দিন দ্রুত সংযুক্ত আরব আমিরাতে ফিরে আসেন এবং দুবাই বিমানবন্দরের নিরাপত্তা বিভাগের কাছে অভিযোগ জানান। সঙ্গে সঙ্গেই একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়। তদন্তে জানা যায়, বিমানবন্দরের নিরাপত্তা চেকের সময় একজন বাংলাদেশি যাত্রী ভুলবশত ওই ব্যাগ নিয়ে নেন, কারণ দুই ব্যাগ দেখতে ছিল একেবারে একই রকম
বাংলাদেশি যাত্রীটি ব্যাগ নিয়ে দেশে ফিরে যান, আর ওই ব্যবসায়ী অজান্তেই তার ব্যাগটি তুলে নেন।
দুবাই পুলিশ প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নিয়ে সংযুক্ত আরব আমিরাতের ঢাকাস্থ দূতাবাস এবং বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরাসরি সমন্বয়ের মাধ্যমে ব্যাগটি খুঁজে পায় এবং শেষ পর্যন্ত ব্যাগটি মালিকের কাছে ফিরিয়ে দেয়।ব্যাগ ফিরে পেয়ে ব্যবসায়ী দুবাই পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমি সত্যিই ভাষায় প্রকাশ করতে পারছি না আমার কৃতজ্ঞতা। আপনাদের নিখুঁত কাজের প্রতি মনোযোগ এবং মানুষের সুখের জন্য আন্তরিক প্রচেষ্টা সত্যিই প্রশংসার যোগ্য।”
এদিকে দুবাই পুলিশ বাংলাদেশি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আন্তর্জাতিক আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest