ঢাকা ৫ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৫
মোঃ আবদুল্লাহ আল মামুন | দুবাই প্রতিনিধি|
ওমানের সালালাহ শহরে ছুটি কাটাতে গিয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রাক্তন সেনা সদস্য মোহাম্মদ ফারাজ (৭০)।
তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে ব্যক্তিগত সফরে ছিলেন। ২ আগস্ট, শনিবার ওমানের একটি মহাসড়কে তাদের গাড়িটি বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়ির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলে ঘটনাস্থলেই মোহাম্মদ ফারাজ নিহত হন।
দুর্ঘটনায় অপর গাড়ির চালক, ওমানি নাগরিক নাসের আল কিন্দি-ও নিহত হন।
পরিবারের পক্ষ থেকে খালিজ টাইমস-কে জানানো হয়েছে, মোহাম্মদ ফারাজের মরদেহ ৪ আগস্ট রাতেই সংযুক্ত আরব আমিরাতে ফিরিয়ে আনা হয়েছে।
আজ ৫ আগস্ট, মঙ্গলবার দুবাইয়ের আল কুসাইস কবরস্থানে তার জানাজা অনুষ্ঠিত হবে।
ছয় সন্তানের জনক মোহাম্মদ ফারাজ অবসর গ্রহণের পর পরিবার নিয়ে আমিরাতে বসবাস করছিলেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST