ঢাকা ২৭ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৫
দুবাই প্রতিনিধি, মোঃ আবদুল্লাহ আল মামুনঃ
আবুধাবি কর্তৃপক্ষ দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডের সময় ঘটনাস্থলে ভিড় করা থেকে বিরত থাকার জন্য বাসিন্দাদের সতর্ক করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, এমন ভিড় জরুরি কর্মীদের কাজকে ব্যাহত করে এবং আহতদের দ্রুত সহায়তা প্রদান বাধাগ্রস্ত হয়।
এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে, আবুধাবি পুলিশ ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ বাসিন্দাদের আহ্বান জানিয়েছে, দুর্ঘটনাস্থলে যাওয়ার পথে অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি যানবাহনের জন্য রাস্তা ফাঁকা রাখতে হবে।
কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, উদ্ধারকর্মীদের সময়মতো ঘটনাস্থলে পৌঁছানো অত্যন্ত জরুরি, যাতে আহতদের বাঁচানো যায় এবং অতিরিক্ত দুর্ঘটনা রোধ করা সম্ভব হয়।
এছাড়া, দুর্ঘটনাস্থলের চারপাশে ভিড় করা বা রাস্তার খুব কাছে দাঁড়ানো বিপজ্জনক হতে পারে, কারণ এতে পথচারীরাও দুর্ঘটনার ঝুঁকিতে পড়েন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় যান চলাচলে বাধা সৃষ্টি করলে ১,০০০ দিরহাম জরিমানা করা হবে। এই জরিমানা মূলত রাস্তায় এলোমেলোভাবে গাড়ি পার্ক করা, ভিড় জমিয়ে যানজট সৃষ্টি করা ও জরুরি কাজ ব্যাহত করার ঘটনা ঠেকাতে নির্ধারিত হয়েছে।
এছাড়াও, দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডের সময় ছবি তোলা ও তা অনলাইনে পোস্ট করা আইনত দণ্ডনীয় অপরাধ বলে সতর্ক করেছে পুলিশ। এসব কাজে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST