পীরগঞ্জে আগুনে পুরে প্রায় ১০ লক্ষ টাকা খতি

প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০

পীরগঞ্জে আগুনে পুরে প্রায় ১০ লক্ষ টাকা খতি
আব্দুল আউয়াল ঠাকুরগাঁও সদর প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আগুনে পুড়ে ছাই হয়েছে ভ্যান চালকের বাড়ি সহ ৪টি ঘর। মঙ্গলবার সকাল ১০:৩০টার দিকে পৌরশহরের হঠাৎপাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে আগুনে পুড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ পরিবারের। পীরগঞ্জ ফায়ার সার্ভিস সূত্র জানায়, পৌর শহরের হঠাৎপাড়া এলাকার বাসিন্দা ভ্যান চালক লতিফ ওরফে ফুটারু মোহাম্মদের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সাার্কিট থেকে আগুন লাগে। তাৎক্ষনিক ভাবে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনে পুড়ে লতিফ, শাহিন, আনোয়ার ও শাহাজানের চারটি ঘর, নগদ টাকা আসবাবপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষতিগ্রস্থরা সকলেই দিন মুজুর ও ভ্যান চালক। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম জানান, ঘটনাস্থল পরিশর্দন করেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে শুকনো খাবার, কম্বল ও ১৫ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest