ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০
মামুনুর রশীদ, পঞ্চগড় প্রতিনিধিঃ গত কয়েক দিন ধরে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা অনেকটাই উঠা-নামা করছিল। যা আবারো আজ কমে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এতে করে তাপমাত্রার উঠানামায় শীতের দাপট অনেকটা বৃদ্ধি পেয়েছে রাতে। দিনের বেলা তাপমাত্রা বৃদ্ধি পেলেও সন্ধা থেকে সকাল পর্যন্ত নামছে শীত। এদিকে তাপমাত্রা কমে আসলেও সকাল থেকেই দেখা মিলেছে সূর্যের মুখ। বুধবার (০৫ ফেব্রুয়ারি) তেঁতুলিয়ায় সকাল ৯টায় আবারো দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, মাঘ মাসের শেষ পর্যন্ত শীতের তিব্রতা থাকবে। তবে আকাশে মেঘ না থাকায় দিনের বেলা সূর্যের মুখ দেখা যাওয়ার পাশাপাশি দিনের কাপমাত্রাটা বৃদ্ধি পাচ্ছে। আর রাতের তাপমাত্রাটা অপরিবর্তিত থাকায় রাতে শীত একটু বেশী অনূভব হচ্ছে।।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST